
ছবি : মেসেঞ্জার
দেশব্যাপী সকল ধর্ষণের দ্রুত বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখা।
মঙ্গলবার (১১ মার্চ) বিকালে জেলা শহরে অবস্থিত শহীদী মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদী মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে, সেখানে বিক্ষোভ সমাবেশ করে মিছিলকারীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দেশব্যাপী সকল ধর্ষণের দ্রুত বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন তারা।
এসময় জেলা ইসলামী ছাত্র আন্দোলন সভাপতি তানভীর আহমাদের নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা শাখার সহ-সভাপতি রুকন উদ্দিন আইন ও মানবাধিকার সম্পাদক মুফতি মাহমুদুর রহমান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মুফতি ত্বোয়াসিন বিন মুজিব, ইসলামী যুব আন্দোলন কিশোরগঞ্জ জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা দেলওয়ার হোসাইন, সাবেক সভাপতি ইমদাদুল্লাহ মাহবুব, সহ-সভাপতি হাবিবুল্লাহ হুমায়ুন, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সহ-সভাপতি মুহাম্মাদ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আশিকুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক আল আমিন সজিব, দাওয়াহ সম্পাদক সাবিত আহমাদ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক তামীম হোসাইন, প্রকাশনা ও দফতর সম্পাদক আমিরুল ইসলাম, অর্থ ও কল্যাণ সম্পাদক ফারহান সাবিত বিন ইউসূফ, বিশ্ববিদ্যালয় সম্পাদক শফিকুল ইসলাম, কওমী মাদরাসা সম্পাদক মাহমুদুল হাসান, স্কুল কলেজ মুহাম্মদ শফিকুল ইসলাম সাহিত্য ও সম্পাদক এনামুল হাসান, সদস্য সাকিবুর রহমান তানভীরসহ সদর, শহর ও থানার নেতা-কর্মীরা।
মেসেঞ্জার/তুষার