ঢাকা,  শুক্রবার
১৮ এপ্রিল ২০২৫

The Daily Messenger

সরাইলে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও স্কপ সিরাপসহ গ্রেপ্তার ৩

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৪, ১১ মার্চ ২০২৫

সরাইলে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও স্কপ সিরাপসহ গ্রেপ্তার ৩

ছবি : মেসেঞ্জার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৬০ পিস ইয়াবাসহ কুখ্যাত ডাকাত, আটটিওর অধিক মামলার আসামি মো. মোস্তফা (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার এসআই/কবির হোসেন সঙ্গীয় ফোর্স'সহ বিশেষ অভিযান পরিচালনা করে সরাইল থানাধীন কালিকচ্ছ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোস্তফা মৃত ধন মিয়ার ছেলে।

অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার এসআই/কবির হোসেন, এএসআই/লুৎফুর রহমান সঙ্গীয় ফোর্স'সহ  বিশেষ অভিযান পরিচালনা করে সরাইল থানাধীন কুট্টাপাড়া যাত্রী ছাউনি হতে যাত্রীবেশে অবস্থান করা হৃদয় মিয়া (২৪) পিং হান্নান মিয়া সাং-সিঙ্গারবিল ২। রোকসানা বেগম (২৩) স্বামী-মইন উদ্দিন সাং কাশিনগর উভয় থানা-বিজয়নগর জেলা-ব্রাহ্মনবাড়িয়াদের সন্দেহ হলে তল্লাশি করে তাদের দখল ও হেফাজত হতে ৩০ পিস স্কপ সিরাপ উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

এ ঘটনার সাথে জড়িত মাদক ব্যবসায়ী দুই জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়ে সত্যতা নিশ্চিত করে সরাইল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হাসান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাছাড়া পুলিশের চলমান এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মেসেঞ্জার/রিমন/তুষার