
ছবি : মেসেঞ্জার
প্রায় ২ হাজার বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে নিয়ে দোয়া ও ইফতার মাহফিল করলো স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন বাঁধন- কারমাইকেল কলেজ ইউনিট।
মঙ্গলবার (১১ মার্চ) ক্যাম্পাসের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আয়োজনে অংশ নেন শিক্ষার্থী, শিক্ষক, পেশাজীবি এবং সাধারণ মানুষ। ব্যতিক্রমী এই আয়োজনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, কারমাকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাফিজুর রহমান, রংপুর গ্রুপের অতিরিক্ত পরিচালক মেরাজুল মহসিন, জাতীয় নাগরিক কমিটির জেলা ও মহানগর সংগঠক আলমগীর নয়ন, বাঁধনের কারমাইকেল কলেজ ইউনিট সভাপতি আফতাবুজ্জামান বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ।
আয়োজনে সন্তোষ প্রকাশ করেছেন অংশগ্রহণকারীরা। আয়োজকরা জানালেন ২৫ বছরপূর্তিতে এই আয়োজন আড়াই হাজার মানুষের জন্য করা হলো। এর মাধ্যমে নিজেদের মধ্যে বন্ধনও অটুট হলো। খুশি অতিথিরাও।
বাঁধন কারমাইকেল কলেজ ইউনিট সভাপতি আফতাবুজ্জামান জানান, আমরা ১ হাজার ৭০০ জনের আয়োজন করেছিলাম। কিন্তু ২ হাজারেরও বেশি লোকজন উপস্থিত হয়েছেন। সবার অংশগ্রহণে এবং দোয়ায় প্রাণবন্ত হয়ে উঠে আমাদের ইফতার মাহফিল।
অংশগ্রহণকারী কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাফিজুর রহমান জানান, কারমাইকেল কলেজে বাঁধনের পথ চলা ২৫ বছর হলো। তাদের এই আয়োজন প্রমাণ করে বাঁধন সবাইকে ভালোকাজের বন্ধনে আবদ্ধ করেছে। তাদের জন্য সব ধরণের সহযোগিতা করবে কর্তৃপক্ষ।
অংশগ্রহণকারী রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ২ হাজারেরও বেশি মানুষের আয়োজন। শিক্ষার্থী, শিক্ষক, পেশাজীবি, সাধারণ মানুষের উপস্থিতি এবং শৃঙখলিত আয়োজন বাঁধনকে আরও অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এই ধরণের আয়োজন সমাজের মধ্যে বন্ডিং তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মেসেঞ্জার/তুষার