ঢাকা,  বুধবার
১২ মার্চ ২০২৫

The Daily Messenger

কর্ণফুলীতে রমজান উপলক্ষে বাজার মনিটরিং: ৫ মামলায় ৬ হাজার পাঁচশ টাকা জরিমানা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রকাশিত: ২০:৫৮, ১১ মার্চ ২০২৫

কর্ণফুলীতে রমজান উপলক্ষে বাজার মনিটরিং: ৫ মামলায় ৬ হাজার পাঁচশ টাকা জরিমানা

ছবি : মেসেঞ্জার

মাহে রমজান উপলক্ষে জেলা প্রশাসন চট্টগ্রামের নির্দেশনা অনুযায়ী বাজার মনিটরিং টাস্কফোর্সের উদ্যোগে উপজেলার কলেজবাজার ও ফকিরনীর হাট এলাকায় ব্যাপক অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মঙ্গলবার (১১ মার্চ) বিকালে উপজেলার কলেজবাজার ও ফকিনিরহাট বাজার এলাকায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা এ অভিযান পরিচালনা করেন।

মোবাইল কোর্ট পরিচালনাকালে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি, উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ ব্যতীত খাদ্যসামগ্রী বিক্রি, মূল্যতালিকা না থাকা অভিযোগে ৫টি মামলায় মোট ৬ হাজার পাচঁশ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং সতর্ক করা হয়।

এই সময় কলেজবাজারে উচ্ছেদকৃত জায়গায় পুনরায় দোকান স্থাপন করলে সেটা উচ্ছেদ করা হয়। এছাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্যসমূহের বিক্রয়ের দোকানসমূহে বিশেষভাবে নজরদারি করা হয় এবং মজুদদারির বিষয়ে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা জানান, রমজান উপলক্ষে জেলা প্রশাসক চট্টগ্রামের নির্দেশনা অনুযায়ী প্রতিদিনের ন্যায় আজকেও বাজার নিয়ন্ত্রণ ও দাম সহনীয় পর্যায়ে রাখতে উপজেলার কলেজবাজার ও ফকিনিরহাট বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি, উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ ব্যতীত খাদ্যসামগ্রী  বিক্রি, মূল্যতালিকা না থাকার অভিযোগে ৫টি মামলায় মোট ৬ হাজার পাচঁশ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং সতর্ক করা হয়।

মোবাইল কোর্টে কর্ণফুলী থানার একটি টিম সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

মেসেঞ্জার/আকাশ/তুষার