ঢাকা,  বুধবার
১২ মার্চ ২০২৫

The Daily Messenger

ঠাকুরগাঁও হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু গাজীপুরে উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৬, ১২ মার্চ ২০২৫

আপডেট: ১৫:২৮, ১২ মার্চ ২০২৫

ঠাকুরগাঁও হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু গাজীপুরে উদ্ধার

ছবি : মেসেঞ্জার

ঠাকুরগাঁও সদর হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু সায়ানকে গাজীপুর থেকে উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার (১১ মার্চ) রাতে শিশুটিকে উদ্ধার করেছে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, বাঁচ্চাটি হারিয়ে যাওয়ার পর থেকে বিভিন্ন মাধ্যমে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। সারাদেশে বিভিন্ন স্থরে প্রশাসনের সাথে যোগাযোগ করা হয়েছিল। মঙ্গলবার রাতে গাজীপুরের একটি এলাকা থেকে শিশু সায়ানকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় ৩ থেকে চারজন আটক হয়েছে বলেও আমরা শুনতে পেয়েছি। তবে আটকের বিস্তারিত এখনো যানা সম্ভব হয়নি। আমরা পরবর্তীতে বিস্তারিত যানাব।

এর আগে গত রোববার শ্বাসকষ্ট নিয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করানো হয়। সোমবার সন্ধ্যায় হাসপাতাল থেকে চুরি হয় শিশুটি। এরপর ঠাকুরগাঁও সদর থানায় হারানো অভিযোগ করেন শিশু সায়ানের বাবা শিমুল।

মেসেঞ্জার/আরিফ/তুষার