ঢাকা,  বুধবার
১২ মার্চ ২০২৫

The Daily Messenger

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ২৭ বাংলাদেশি আটক, কোকেন-মদ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৬, ১২ মার্চ ২০২৫

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ২৭ বাংলাদেশি আটক, কোকেন-মদ উদ্ধার

ছবি : মেসেঞ্জার

অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ২৭ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে ১০ জন নারী ও ৮ জন শিশু রয়েছেন। এছাড়া পৃথক অভিযানে বিপুল পরিমাণ কোকেন, ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।

সোমবার (১০ মার্চ) রাত সাড়ে আটটায় ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম (ভারপ্রাাপ্ত কোয়ার্টার মাস্টার) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১১ মার্চ) এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খোশালপুর, কুসুমপুর ও বেনীপুর বিওপি পৃথক অভিযান চালিয়ে ১০ নারী ও ৮ শিশুসহ ২৭ বাংলাদেশী নাগরিককে আটক করে। আটককৃতরা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।

আটককৃতরা হলেন- বরগুনা সদর উপজেলার চালিতাতলী গ্রামের মনমথ হাওলাদার (৫৫), মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার চারিগাঁও গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে শাওন শেখ (৩৩), গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া গ্রামের বিষ্ণু ঢালী (৭০), খুলনার তেরখাদা উপজেলার শেখপুরা গ্রামের শচীন বিশ্বাস (৫৭), যশোরের মনিরামপুর উপজেলার কুচলিয়া গ্রামের বিজ্ঞান মন্ডলের ছেলে চয়ন মন্ডল (১৯), নোয়াখালীর হাতিয়া উপজেলার আঠার বেকী গ্রামের মৃত ব্রজলাল জলদাসের ছেলে গৌরাঙ্গ জলদাস (৪৫), গৌরাঙ্গ দাসের ছেলে তীর্থ জলদাস (১৭), পার্থ জলদাস ও একই গ্রামের মৃত সূর্য কান্ত দাসের ছেলে রাজু জলদাস (২৬)।

এছাড়াও হাবিলদার আব্দুল কাদেরের নেতৃত্বে সাফদারপুর রেলওয়ে স্টেশনে খুলনাগামী মহান্দা ট্রেনে অভিযান পরিচালনা চালিয়ে ১ কেজি ৩০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। একই দিন পৃথক অভিযানে চুয়াডাঙ্গার জীবননগর থানা মোড় থেকে ১৫ বোতল, হরিহরনগর গ্রাম থেকে ৪৫ বোতল, নতুনপাড়া গ্রাম থেকে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

অপরদিকে, রাজাপুর বিওপি ও খোশালপুর বিওপি পৃথক অভিযান চালিয়ে ৭৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এছাড়া মাধবখালী বিওপি অপর এক অভিযানে মাধবখালী গ্রাম থেকে ১৮৩০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করে। আটককৃত ঔষুধের আনুমানিক মূল্য ২ লাখ ৬২ হাজার ৯০০ টাকা। উদ্ধার হওয়া মাদক ও ট্যাবলেট ঔষুধ বিজিবি’র স্টোরে সংরক্ষিত রয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, আটক বাংলাদেশি নাগরিকদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তাদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। এছাড়া অপর আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মেসেঞ্জার/বিপাশ/তুষার