ঢাকা,  বুধবার
১২ মার্চ ২০২৫

The Daily Messenger

আশুলিয়ায় ছিনতাইকালে চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক (সাভার)

প্রকাশিত: ১৬:৩৩, ১২ মার্চ ২০২৫

আশুলিয়ায় ছিনতাইকালে চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৪

ছবি : মেসেঞ্জার

ঢাকার আশুলিয়ায় চেতনানাশক ঔষধ প্রয়োগ করে ছিনতাই চক্রের মূলহোতাসহ চার জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (১২ মার্চ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান। এর আগে, মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার বগাবাড়ী বাসস্ট্যান্ডের শান্তা হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নেত্রকোনা সদর থানার তিউসিড়ী গ্রামের মো. হাসানের ছেলে মো. মাসুদ রানা (৩৫)। সে আশুলিয়ার বগাবাড়ী বাজার এলাকার আমজাদ হোসেনের বাড়ীর ভাড়াটিয়া। কুড়িগ্রামের অলিপুর থানার মো. রফিকুল ইসলামের ছেলে মো. বিপ্লব ইসলাম (২৫), ময়মনসিংহের ভালুকা থানার এলাহী শেখের ছেলে মো. আল আমিন শেখ (২৫), জামালপুরের সরিষাবাড়ির গজারিয়া থানার কেসমতের ছেলে মো. জহির (৪৪)।

র‍্যাব-৪ জানায়, আশুলিয়ার বাগাবাড়ী বাজার এলাকায় চেতনা নাশক ঔষধ প্রয়োগের মাধ্যমে মফিজ শেখ নামে এক দোকানিকে জিম্মি করে ছিনতাইয়ের চেষ্টা করে। তিনি ফুটপাতে দোকান করে জীবিকা নির্বাহ করেন। কাজ শেষে বগাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় শান্তা হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে পৌছালে ছিনতাইকারী দলের ৪ সদস্য তাকে ঘিরে ধরে এবং জোরপূর্বক চেতনা নাশক ঔষধ মিশ্রিত চা সাদৃশ্য খাওয়ানোর চেষ্টা করে।

পরে ঐ ব্যাক্তির সন্দেহ হলে তার ডাক চিৎকারে আশে পাশের লোকজন জড়ো হয়। তখন আমাদের ভাসমান র‍্যাব টহল ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় সে ব্যক্তি র‍্যাবের সহায়তা প্রার্থনা করলে তাৎক্ষণিক স্থানীয় লোকের সহায়তায় ছিনতাইকারীদের আটক এবং তল্লাশী করে পরিহিত প্যান্টের পকেট থেকে একটি বোতলে চা সাদৃশ্য চেতনা নাশক ৪.৯ গ্রাম দ্রব্য এবং ছিনতাইকারী দলের মূল হোতাসহ ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বলেন, তারা দীর্ঘদিন ধরে ঢাকা ও আশুলিয়ার আশে পাশে চেতনা নাশক ঔষধ প্রয়োগের মাধ্যমে জনগণের নিকট থেকে মূলবান জিনিসপত্র ছিনতাই করে আসছিল। গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

মেসেঞ্জার/নোমান/তুষার