
ছবি : মেসেঞ্জার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের সহধর্মিনী শায়লা কামাল মৃত্যুবরণ করেছে।
বুধবার (১২ মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমার নামাজে জানাজা বুধবার বাদ আছর ফরিদপুর শহরের ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে মরহুমার কন্যা এবং জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ জানান, আমার শ্রদ্ধেয় আম্মা বেগম শায়লা কামাল (মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্ত্রী) ভোর সাড়ে পাঁচটায় ইন্তেকাল করেছেন। তার আত্মার মাগফেরাত কামনা করছি। আজ বাদ আছর সকলকে মায়ের জানাজায় শরিক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইলো।
মেসেঞ্জার/নাজিম/তুষার