
ছবি : মেসেঞ্জার
খুলনার কয়রা প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় গঠিত পিজি সদস্যদের মাঝে ঘাস কাটার মেশিন বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) সকাল ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজন, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) বাস্তবায়নে ৪০ জন খামারির মাঝে ৬ টি ঘাস কাটার মেশিন বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. শুভ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কয়রা প্রেসক্লাবের সভাপতি সাদর উদ্দীন আহমেদ।
এসময় আরও উপস্হিত ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. হাসান ফেরদৌস কমল, কয়রা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, কয়রা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম আব্দুর রউফসহ প্রাণিসম্পদ দপ্তরের এলএফএ, ডিএফএ, এফএ, এলএসসি বৃন্দরা।
মেসেঞ্জার/কামাল/তুষার