ঢাকা,  শনিবার
২৯ মার্চ ২০২৫

The Daily Messenger

ফুলবাড়ীতে ভারতীয় মাদক এখন পরিবহনে চালান হচ্ছে

ইউনুছ আলী আনন্দ, ফুলবাড়ী (কুড়িগ্রাম)

প্রকাশিত: ১৭:৫৫, ১২ মার্চ ২০২৫

ফুলবাড়ীতে ভারতীয় মাদক এখন পরিবহনে চালান হচ্ছে

ছবি : মেসেঞ্জার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সীমান্ত পার হওয়া ভারতীয় মদ, ফেনসিডিল, গাঁজা, ইয়াবাসহ ভারতীয় নানা ধরণের মাদক এখন বড়বড় পরিবহনে লোড হয়ে পাচার হচ্ছে।

এর মধ্যে ট্রাক, কাভার্ডভ্যান ও পিক্যাপভ্যানে গাঁজা নির্বিঘ্নে লোড হয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে পাচার হচ্ছে। এছাড়াও মোটরসাইকেল, অটোরিকশা ও শরীরে বেঁধে নানা কৌশলে মাদক পাচার হচ্ছে।

ফুলবাড়ী উপজেলার মাদক রুটখ্যাত বালারহাট বাজার সংলগ্ন বিভিন্ন সীমান্ত পয়েন্টগুলো দিয়ে মাদকগুলো বাংলাদেশে প্রবেশ করছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১১ মার্চ) ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী বাজার এলাকায় ভোরবেলা গাঁজা পাচারের সময় প্রায় দেড়মণ গাঁজাসহ একটি পিক্যাপভ্যান আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

তার আগের দিন সোমবার শিমুলবাড়ী ইউনিয়নের বোর্ডের হাট এলাকার একটি পরিত্যক্ত মাদ্রাসা ঘর থেকে ১২ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধারের খবর পাওয়া গেছে। এসব মাদক পাচারের জন্য প্রক্রিয়া করা হয়েছিল।

উদ্ধারকারী ফুলবাড়ী পুলিশ অফিসার শাহানুর জানান, তিনি ১২ কেজি গাঁজা পেয়েছেন। এ ঘটনায় একজনের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান তিনি।

পিক্যাপে গাঁজা পাচার সংক্রান্ত বিষয়ে পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশের মাদক বিরোধী অভিযান টিম ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় মঙ্গলবার ভোরবেলা সীমান্ত এলাকা থেকে একটি পিক্যাপভ্যান মিয়াপাড়া বাজার সংলগ্ন সড়ক দিয়ে আসলে পুলিশ পিক্যাপ ভ্যানটিকে চ্যালেঞ্জ করার চেষ্টা চালায়।

পুলিশের উপস্থিতি পেয়ে পিক্যাপ ভ্যানের চালক ভ্যানটি সড়কে থামিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ পিক্যাপভ্যানে তল্লাশি চালিয়ে ৫৮ কেজি গাঁজা উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ।

মেসেঞ্জার/তুষার