ঢাকা,  সোমবার
৩১ মার্চ ২০২৫

The Daily Messenger

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৮, ১২ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ছবি : মেসেঞ্জার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুরে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। দূর্ঘটনাটি ঘটে বুধবার (১২ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে।

স্থানীয় সূত্রে জানা যায়, লোকনাথপুর গ্ৰামের মোছেক আলীর ছেলে নির্মাণ শ্রমিক রিন্টু (৩০) আজ সকালে লোকনাথপুর বাসস্ট্যান্ড পাড়ার জসিম উদ্দিনের নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করছিলেন।

এসময় অসাবধানতাবশত ঐ ভবনের পাশে দিয়ে যাওয়া পল্লী বিদ্যুৎ সমিতির সংযোগ লাইনের তারে পা লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদের উপর থেকে নিচে পড়ে যান তিনি। তার সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মেসেঞ্জার/লিটন/তুষার