
ছবি : মেসেঞ্জার
ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সদস্যদের মাঝে জেলা প্রশাসকের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক, সমাজসেবা অধিদপ্তর ও জেলা পরিষদের আয়োজনে বুধবার (১২ মার্চ) দুপুর আড়াইটায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ৯০ জন আহত ও শহিদ পরিবারের সদস্যদের মাঝে এ আর্থিক সহায়তা প্রদান করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা সার্বিক বিষ্ণুপদ পাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জীব দাশ, এনডিসি প্রনয় বিশ্বাস, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ প্রমুখ।
এসময় সেখানে গণ অভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সদস্যরা, ছাত্র প্রতিনিধি, সাংবাদিকসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সদস্যদের মাঝে সর্বনিম্ন ১৮ হাজার থেকে সর্বোচ্চ ৪৪ হাজার টাকা পর্যন্ত বিতরণ করা হয়।
মেসেঞ্জার/আসাদুজ্জামান/তুষার