ঢাকা,  বৃহস্পতিবার
১৩ মার্চ ২০২৫

The Daily Messenger

২ মাসে হারিয়ে যাওয়া ৫০ ফোনসেট উদ্ধার শিবচর থানা পুলিশের

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৮, ১২ মার্চ ২০২৫

আপডেট: ২১:০৩, ১২ মার্চ ২০২৫

২ মাসে হারিয়ে যাওয়া ৫০ ফোনসেট উদ্ধার শিবচর থানা পুলিশের

ছবি : মেসেঞ্জার

মাদারীপুর জেলার শিবচরে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পর থানায় জিডি করা ৫০ টি মোবাইল ফোন গত ২ মাসে উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ। হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে হাসি ফুটেছে ভুক্তভোগীদের মুখে! বিভিন্ন সময়ে শিবচর থেকে চুরি বা হারিয়ে যাওয়া ৫০ টি ফোন গত ২ মাসে উদ্ধার করে মূল মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ।

শিবচর থানা সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলার শিবচর থানায় চুরি/হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে পুলিশের বিশেষ তৎপরতা রয়েছে। গত দুই মাসে জিডি হওয়া বেশির ভাগ হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ফোনসেট উদ্ধারে সক্ষম হয়েছে শিবচর থানা পুলিশ।

এসকল মোবাইল সেট ঢাকা, সিলেটসহ বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে আনা হয়েছে। কোন কোন মোবাইল সেট মূল মালিকের কাছ থেকে হারিয়ে যাওয়ার পর ৫ থেকে ৬ বার হাত বদল হয়েছে।

উপজেলার সন্যাসীরচর এলাকার জাহিদ মুন্সী বলেন, ‘আমার ফোনটি পাঁচ্চর থেকে হারিয়ে যায়। ফোন হারিয়ে গেলে ফেরত পাওয়া দুঃসাধ্য বিষয় বলে জেনেছি। এরপরও থানায় একটি জিডি করি। এরপর হঠাৎ থানা থেকে ফোন আসে মোবাইল নিয়ে যাওয়ার জন্য। গতকাল সোমবার (১১ মার্চ) শিবচর থানা পুলিশ আমার ফোনসহ বেশ কয়েকটি ফোন একদিনে মূল মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছেন।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, ‘আমরা সকল বিষয়ই অত্যন্ত গুরুত্বের সাথে দেখি। আমাদের পুলিশের টিম আন্তরিকতা নিয়ে জিডিমূলে হারিয়ে যাওয়া ফোনগুলো উদ্ধার করেছে। আমরা দুই মাসে ৫০ টি মোবাইল উদ্ধার করেছি। যেগুলো হারিয়ে বা চুরি যাওয়ার পর ৫/৬ বার হাত বদল হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘ফোনসেট হারিয়ে গেলে দ্রুততার সাথে থানায় এসে জিডি করতে হবে। এরপর উদ্ধার করে আমরাই ফোনে জানাবো।’

মেসেঞ্জার/ইমতিয়াজ/তুষার