
ছবি : মেসেঞ্জার
মাদারীপুরে মসজিদে ঢুকে ৩ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামী গ্রেপ্তার করেছে বরিশাল র্যাব ৮ এর একটি চৌকস দল।
হত্যা মামলার প্রধান আসামী হোসেন সরদার (৬০) সহ দুই জনকে গ্রেপ্তার করেছে র্যাব ৮। গ্রেপ্তার হোসেন সরদার মাদারীপুর সদর থানাধীন খোয়াজপুর এলাকার মৃত আছমত আলী’র ছেলে ও নিহতদের সম্পর্কে চাচা।
বরিশাল রুপাতলী র্যাব ৮ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান, র্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহম্মেদ।
তিনি অরো জানান, বালু ব্যবসাকে কেন্দ্র করে প্রধান আসামী গ্রেপ্তার হোসেন সরদারের নেতৃত্বে এজাহারনামীয় ৪৯ জন ও আজ্ঞাত আরো ৮০ থেকে ৯০ জন আসামী মিলে ভিকটিম সাইফুল সরদারের বাড়িতে হামলা চালায়। এসময়ে সাইফুল সরদার ও তার ছোট ভাই আতাউর সরদার ও আরো এক চাচাতো ভাই দৌড়ে পার্শ্ববর্তী মসজিদে পালালে আসামীরা সেখানে গিয়ে তাদের কুপিয়ে হত্যা নিশ্চিত করে।
তবে ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও বাকি আসামীদের এখনো গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান র্যাব। আটককৃতদের মাদারীপুর থানায় পাঠানো হয়েছে।
মেসেঞ্জার/পান্থ/তুষার