ঢাকা,  বৃহস্পতিবার
১৩ মার্চ ২০২৫

The Daily Messenger

বাগেরহাটে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নিহত ১, বসতবাড়িতে অগ্নিসংযোগ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৬, ১২ মার্চ ২০২৫

বাগেরহাটে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নিহত ১, বসতবাড়িতে অগ্নিসংযোগ

ছবি : মেসেঞ্জার

বাগেরহাটের চিতলমারী উপজেলায় ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে প্রতিপক্ষকের হামলায় আহত শহীদ জিয়া মঞ্চ চিতলমারী শাখার সভাপতি কাজী নিজাম উদ্দিন বুধবার (১২ মার্চ) মারা গেছেন।

এই খবর ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধজনতা ২টি টিনের বসতবাড়ি ও একটি গুদাম ঘর পুড়িয়ে দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও এলাকাবাসী ঘটনাস্থলে আগুন নিভানোর চেষ্টা করে।

ততক্ষণে সকল আসবাবপত্রসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও পুরুষশূন্যগ্রাম। এই হত্যার ঘটনায় থানা পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন জানান, নিহতের ভাই জামাল কাজী বাদী হয়ে থানায় মামলা করেছেন। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনায় ৩জন গ্রেপ্তার হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

মেসেঞ্জার/রিফাত/তুষার