ঢাকা,  বৃহস্পতিবার
১৩ মার্চ ২০২৫

The Daily Messenger

যশোরে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৪, ১২ মার্চ ২০২৫

যশোরে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

ছবি : মেসেঞ্জার

এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন যশোরের চিকিৎসক ও মেডিকেলের শিক্ষার্থীরা। বুধবার (১২ মার্চ) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে তারা এই কর্মসূচি পালন করেন। এদিন বেলা ১১ টার পর থেকে বহিঃবিভাগে রোগী দেখা বন্ধ করে দেন চিকিৎসকরা। তবে জরুরি চিকিৎসাসেবা ব্যবস্থা চালু ছিল।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ডা. ওয়াইদুল কাদির উজ্জল, ডা. এসএম নাজমুল হক, ডা. ওয়াহিদুজ্জামান আজাদ, ডা. আহসান কবীর বাপ্পি, ইন্টার্ন ডা. হাসনাইন জাভেদ, মাসুদুর রহমান, নাঈম ইসলাম প্রমুখ।

বিক্ষোভকারীরা বলেন, ম্যাটস, বিএমডিসি ও স্যাকমোরা নিজেদের নামের পাশে ডাক্তার পদবি ব্যবহার করে জনগণের সাথে প্রতারণা করছে। তারা বিভিন্ন সময় অপারেশন করছে। অপচিকিৎসার অনেক রোগীর মৃত্যু হচ্ছে। যার দায় চিকিৎসক সমাজ নিতে পারে না। এজন্য এমবিবিএস ও বিডিএস ব্যতীত কেউ নামের আগে চিকিৎসক লিখতে পারবেন না।

বিক্ষোভকারীরা বলেন, ম্যাটস, বিএমডিসি ও স্যাকমোরা নিজেদের নামের পাশে ডাক্তার পদবি ব্যবহার করে জনগণের সাথে প্রতারণা করছে। তারা বিভিন্ন সময় অপারেশন করছে। অপচিকিৎসার অনেক রোগীর মৃত্যু হচ্ছে। যার দায় চিকিৎসক সমাজ নিতে পারে না। এজন্য এমবিবিএস ও বিডিএস ব্যতীত কেউ নামের আগে চিকিৎসক লিখতে পারবেন না।

এছাড়া ওটিসি ড্রাগ লিস্ট বাস্তবায়ন, চিকিৎসক সংকট নিরশনে সকল শূন্য পদে নিয়োগ প্রদান, মানহীন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল বন্ধ ও চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানানো হয়।

এদিকে, কর্মবিরতির কারণে বর্হিঃবিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তির শিকার হতে হয়। অনেক রোগী চিকিৎসাসেবা না পেয়ে বাড়িতে ফিরে যান।

হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ ও  কর্মসূচি পালন করা হয়েছে।

মেসেঞ্জার/তুষার