ঢাকা,  বৃহস্পতিবার
১৩ মার্চ ২০২৫

The Daily Messenger

লাকির গ্রেপ্তারের দাবিতে রংপুরে মশাল মিছিল

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

প্রকাশিত: ১৬:১০, ১৩ মার্চ ২০২৫

লাকির গ্রেপ্তারের দাবিতে রংপুরে মশাল মিছিল

ছবি : মেসেঞ্জার

ভারতীয় হেজিমনির প্রতিবাদ এবং শাহবাগী লাকি আক্তারসহ অন্যান্য দোসরদের গ্রেপ্তারের দাবিতে রংপুরে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (১২ মার্চ) রাত সাড়ে ১০ টায় নগরীর প্রেসক্লাবের সামন থেকে মশাল মিছিলটি শুরু হয়ে পায়রাচত্বর চায়। পরে আবারও প্রেসক্লাবে এসে সমাবেশ করে।

এসময় ‘ল তে লাকি, তুই হাসিনা তুই হাসিনা’, ‘দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘শাপলা না শাহবাগ, শাপলা শাপলা’ শ্লোগান দেয় তারা।

পরে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির সংগঠক আলমগীর নয়ন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর কমিটির আহবায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি, সদস্য সচিব রহমত আলী, দপ্তর ও প্রচার সেল সংগঠক রাজিবুজ্জামান হৃদয়, ডা. রশিদ সাবাব নাসিফ।

বক্তারা বলেন, শাহবাগীদের সকল অপতৎপরতার বিরুদ্ধে মাঠে থাকবে শিক্ষার্থীরা। প্রয়োজনে আবারও জীবন দিবে তারা। লাকি গ্রেপ্তার না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ভারতীয় আধিপাত্যবাদের বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার আহবান জানান তারা।

মেসেঞ্জার/তুষার