ঢাকা,  শুক্রবার
১৪ মার্চ ২০২৫

The Daily Messenger

কাউন্দিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৯, ১৩ মার্চ ২০২৫

কাউন্দিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ক্যাপশন: বুধবার (১২ মার্চ) বিকালে কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম মমিনের নিজ বাসভবনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি: টিডিএম।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ মার্চ) বিকালে কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম মমিনের নিজ বাসভবনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. নামজুল হাসান অভি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম মমিন, সাভার থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমতিয়াজ আহমেদ শাহিন এবং সাভার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. হাফেজ দেলোয়ার।

কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মিনহাজ উদ্দিন বাদলের সভাপতিত্বে ও কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক মোতালেব হোসেন বাবলু’র সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আসাদুজ্জামান মোহন।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. নামজুল হাসান অভি বলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল বিভিন্ন স্থানে ইফতার বিতরণের মাধ্যমে আমাদের সহানুভূতির বার্তা জনগণের কাছে পৌঁছে দিচ্ছে। গত ১৭ বছরে স্বৈরাচার সরকার জনগণের পাশে ছিল না। তাই পবিত্র মাহে রমজানে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের বাঁধা ও দমন পীড়নের কারণে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে জনগণের জন্য কিছু করতে পারেনি। ৫ আগস্ট গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন। তারই অংশ হিসেবে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল দোয়া ও ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করেছে। ঢাকার পৃথক পৃথক স্থানে এ ইফতার ও দোয়ার আয়োজন করা হবে বলেও জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম মমিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের সুখ-দুঃখে সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমরা ইফতার ও দোয়া মাহফিল করছি।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। পতিত স্বৈরাচার সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে দেশকে স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দিয়েছিলো। দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বছরের পর বছর কারাবন্দি রেখে এবং সুচিকিৎসার সুযোগ না দিয়ে সরকার প্রমাণ করেছিলো, তারা গণতন্ত্র ও মানবাধিকারের শত্রু। এই আয়োজনের মাধ্যমে আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।

এসময় বক্তারা তারেক রহমানের নেতৃত্বে দলকে ঐক্যবদ্ধ রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/তুষার