
ছবি : মেসেঞ্জার
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় নড়াইল সদরের তুলারামপুর এলাকায় ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তুলারামপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপি সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক আলী হাসান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, জেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু, নড়াইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, শ্রমিকদল নেতা মুশফিকুর রহমান বাচ্চু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতারা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন। পাশাপাশি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করেন।
মেসেঞ্জার/তুষার