ঢাকা,  শুক্রবার
১৪ মার্চ ২০২৫

The Daily Messenger

ফরিদপুরে ‘ভোটার তালিকা রক্ষা করুন, গণতন্ত্র নিশ্চিত করুন’ দাবিতে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৫, ১৩ মার্চ ২০২৫

ফরিদপুরে ‘ভোটার তালিকা রক্ষা করুন, গণতন্ত্র নিশ্চিত করুন’ দাবিতে মানববন্ধন

ছবি : মেসেঞ্জার

জাতীয় পরিচয় নিবন্ধন আইন অধ্যাদেশ ২৫ বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (১৩মার্চ) দুপুরে শহরের কোর্ট চত্বরে জেলা নির্বাচন অফিসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়।

দুই ঘন্টাব্যাপী চলা মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীন।

এ সময় মো. আলাউদ্দীন বলেন, জাতীয় পরিচয়পত্র অন্যত্র চলে গেলে আগামী জাতীয় নির্বাচন বাধাগ্রস্থ হবে। ১৩ কোটি মানুষের ডাটাবেজ অন্যত্র চলে গেলে তা অরক্ষিত হয়ে যাবে।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে এনআইডি অন্যত্র নেওয়ার ষড়যন্ত্র বন্ধসহ জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২৫ বাতিলের দাবি জানান। তা-না হলে দাবি আদায়ে আরো বড় ধরনের কর্মসূচি দেয়া হবে বলে তারা সতর্ক করেন।

জাতীয় পরিচয়পত্র বাঁচান, ভোটার তালিকা রক্ষা করুন, গণতন্ত্র নিশ্চিত করুন এই স্লোগানকে সামনে রেখে ব্যানার ফেস্টুন প্লাকার্ড হাতে নিয়ে নির্বাচন অফিসের সকল কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধনে অংশ নেন।

মেসেঞ্জার/নাজিম/তুষার