ঢাকা,  শুক্রবার
১৪ মার্চ ২০২৫

The Daily Messenger

যৌথবাহিনীর অভিযানে লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে ৭ দালাল আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫০, ১৩ মার্চ ২০২৫

আপডেট: ১৭:৫০, ১৩ মার্চ ২০২৫

যৌথবাহিনীর অভিযানে লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে ৭ দালাল আটক

ছবি : মেসেঞ্জার

যৌথবাহিনীর অভিযানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে থেকে সাত দালালকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে তাদেরকে আটক করা হয়। পরে আটককৃতদের সদর থানায় সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে দালাল চক্রের সদস্যরা সদর হসপিটালে আগত রোগী ও স্বজনদের সাথে বিভিন্ন প্রলোভনে প্রতারণা করে আসছে।

এমন অভিযোগে দুপুরে হাসপাতাল এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় রোগীদের সাথে প্রতারণা করার সময় দুই নারী ও পাঁচ পুরুষসহ সাত দালালকে আটক করা হয়।

পরে দালাল চক্রের সদস্যদের লক্ষ্মীপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।

আটককৃত দালালরা হলেন, সোহেল, ফেরদৌস, দুলাল, মাহবুবুল আলম লিটন, রোজিনা আক্তার, নাজমা আক্তার ও কবির।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সদর হাসপাতালে আটক দালালদেরকে থানা নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মেসেঞ্জার/শিবলু/তুষার