ঢাকা,  বৃহস্পতিবার
১৩ মার্চ ২০২৫

The Daily Messenger

শিবচরে ‘স্ট্যান্ড ফর এনআইডি’র দাবিতে মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৪, ১৩ মার্চ ২০২৫

শিবচরে ‘স্ট্যান্ড ফর এনআইডি’র দাবিতে মানববন্ধন

ছবি : মেসেঞ্জার

মাদারীপুর জেলার শিবচরে জাতীয় পরিচয়পত্রের পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি। বৃহস্পতিবার (১৩মার্চ) সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারা দেশের মতো কর্মবিরতি পালন করে শিবচর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মানববন্ধনে শিবচর উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসান আল মাহমুদ বলেন, ‘সারাদেশে একযোগে আমাদের এই অবস্থান এবং মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। আমরা ২০০৭ সাল থেকে ভোটার তালিকা তৈরি করি এবং সেই সাথে সাধারণ জনগণকে এনআইডি সেবা প্রদান করে আসছি।

২০১০ সাল থেকে এই এনআইডি সেবাটি নিয়ে যাওয়ার একটা চক্রান্ত চলছে। আমাদের বিরুদ্ধে সংঘবদ্ধ একটা গ্রুপ কাজ করছে। তারই অংশ হিসেবে ২০২৩ সালে ফ্যাসিস্ট সরকারের সময় একটি আইন করে এনআইডি সেবাটি আমাদের কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য।’

তিনি আরও বলেন, ‘এনআইডি সেবাটি আমাদের চলমান ছিল। আমরা ভেবেছিলাম ৫ আগস্টের পট পরিবর্তনের  পর বিগত ফ্যাসিস্ট এর দোসররা তাদের আগের অবস্থান থেকে সরে যাবে এবং আমরা স্বাধীনভাবে আমাদের দায়িত্ব পালন করে যেতে পারবো। কিন্তু দুঃখের ব্যাপার তারা আবারো মাথাচড়া দিয়ে উঠছে। ওই চক্রান্তকারীরা চান না বর্তমান  সরকার সঠিক সময়ে এনআইডি কার্ডের সমস্ত কার্যক্রম শেষ করে নির্বাচনের দিকে যেতে পারে।’

তিনি বলেন, ‘আমাদের বক্তব্যে স্পষ্ট। আমরা চাই আইন করে এনআইডি কার্ডের দায়িত্ব পুনরায় নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করতে হবে। আরেকটি দাবি হলো, এনআইডি কার্ডের টানাহেঁচড়া বন্ধের জন্য সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে যাতে পরবর্তীতে এটা নিয়ে কেউ টানা হেঁচড়া না করতে পারে।’

এ সময় উপজেলা নির্বাচন অফিসে কর্মরত কাজী আতিকুর রহমান, ইয়াকুব উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/ইমতিয়াজ/তুষার