ঢাকা,  শুক্রবার
১৪ মার্চ ২০২৫

The Daily Messenger

সাতক্ষীরায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজ

সিন্ডিকেটের অন্যতম হোতা মনি ও তার সহযোগী গাজী ফরহাদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২০:০১, ১৩ মার্চ ২০২৫

সিন্ডিকেটের অন্যতম হোতা মনি ও তার সহযোগী গাজী ফরহাদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

ছবি : মেসেঞ্জার

সাতক্ষীরায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি সিন্ডিকেটের অন্যতম হোতা মনিরুল ইসলাম মনি ও তার সহযোগী গাজী ফরহাদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১২টায় সাতক্ষীরা শহরের নিউ মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ক্লিনিক ও অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি শাহিনুর রহমান, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম, ট্রমা সেন্টারের প্রশাসনিক কর্মকর্তা কাজী নাজমুল আহসান জনিসহ আরো অনেকে।

বক্তারা বলেন, মনি-ফরহাদ সিন্ডিকেট সাতক্ষীরার চাঁদাবাজির স্বর্গ রাজ্য গড়ে তুলেছে। সম্প্রতি সাতক্ষীরা ট্রমা সেন্টারে গিয়ে প্রতি মাসে ৫০ হাজার টাকা দাবি করেন তারা। টাকা না দিলে ক্লিনিক চালাতে দেবে না মর্মে হুমকি ধামকি প্রদর্শন করেন। এ ঘটনায় একটি মামলাও হয়েছে তাদের বিরুদ্ধে। বক্তারা অবিলম্বে চাঁদাবাজ মনি ও গাজী ফরহাদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

মেসেঞ্জার/আসাদুজ্জামান/তুষার