ঢাকা,  শুক্রবার
১৪ মার্চ ২০২৫

The Daily Messenger

ইটভাটায় অভিযান বন্ধের দাবিতে রাজশাহীতে মালিক সমিতির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ২০:০৭, ১৩ মার্চ ২০২৫

ইটভাটায় অভিযান বন্ধের দাবিতে রাজশাহীতে মালিক সমিতির বিক্ষোভ

ক্যাপশন : টভাটায় অভিযান বন্ধের দাবিতে বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজশাহী মহানগরীতে মালিক সমিতির বিক্ষোভ - টিডিএম।

ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, জরিমানা ও ভাংচুর বন্ধের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ-সমাবেশ করেছে মালিক সমিতি। পরে জেলা প্রশাসকের মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন রাজশাহীর ইটভাটা মালিকেরা।

এর আগে বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজশাহী কোর্ট চত্বরে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির রাজশাহী জেলা শাখার আয়োজনে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শ্রমিকেরা অভিযোগ করেন, ইটভাটা বন্ধ হলে দেশের প্রায় ৫০ লাখ শ্রমিক কর্মহীন হয়ে পড়বেন, যা তাদের জীবিকার ওপর ভয়াবহ প্রভাব ফেলবে। তারা হুঁশিয়ারি দেন, সরকার দ্রুত এ বিষয়ে পদক্ষেপ না নিলে অনেক শ্রমিক আত্মহত্যার মতো পথ বেছে নিতে বাধ্য হবেন।

বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি, রাজশাহী জেলা শাখার সভাপতি সাদরুল ইসলাম সভাপতিত্ব করেন। তিনি জানান, জেলা প্রশাসক তাদের স্মারকলিপি গ্রহণ করেছেন এবং ইটভাটা ভাংচুর, ভ্রাম্যমাণ আদালত ও জরিমানা বন্ধের বিষয়ে আশ্বাস দিয়েছেন।

এর আগে গত ১১ মার্চ বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত বন্ধসহ ৭ দফা দাবি জানায়। অভিযান বন্ধ না হলে আগামী ২৫ মার্চ থেকে পরবর্তী ১৫ দিন সারাদেশে ইট বিক্রি বন্ধ ঘোষণা করা হয়েছে।

মেসেঞ্জার/আনিসুজ্জামান/তুষার