ঢাকা,  শুক্রবার
১৪ মার্চ ২০২৫

The Daily Messenger

ঝিকরগাছায় জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারিতে দু’পক্ষের ৪জন আহত

নিজস্ব প্রতিবেদক, বাঁকড়া (ঝিকরগাছা)

প্রকাশিত: ২০:২৯, ১৩ মার্চ ২০২৫

আপডেট: ২০:৪৪, ১৩ মার্চ ২০২৫

ঝিকরগাছায় জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারিতে দু’পক্ষের ৪জন আহত

ক্যাপশন : ঝিকরগাছার পল্লীতে জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারিতে আহত (বা থেকে) আজিজুর রহমান রিপন (৪২), মিন্টু মিয়া (২৯), ইমরান হোসেন (২২) ও রেনুকা খাতুন (৩০) -টিডিএম।

যশোরের ঝিকরগাছার পল্লীতে জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারিতে দু’পক্ষের ৪জন মারাত্বকভাবে আহত হয়েছে। আহরা হলেন, নির্বাসখোলা ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড বিএনপি সেক্রেটারি শিওরদাহ গ্রামের লিয়াকত আলী মধুর ছেলে আজিজুর রহমান রিপন (৪২), আজিজুর রহমানের ছেলে ইমরান হোসেন (২২), মেছের সরদারের ছেলে মিন্টু মিয়া (২৯) ও উজ্জেত আলীর মেয়ে রেনুকা খাতুন (৩০)।

আহতদের মধ্যে রেনুকা যশোর সদর ও বাকিরা ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় বিএনপি নেতা আজিজুর রহমান রিপন বাদি হয়ে প্রতিপক্ষ ৪জনের নাম উল্লেখ করে ঝিকরগাছা থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলো, শিওরদাহ গ্রামের আকবার আলীর ছেলে মনিরুজ্জামান, জাহাবক্স সরদারের ছেলে ইজ্জত আলী ও গোলাম গোসেন, মোবারকের ছেলে নুর আলম।

অভিযোগ সুত্রে জানা গেছে, বিবাদী ইজ্জত আলীগংদের সাথে ইসমাইল হোসেন (আমেরিকা প্রবাসী), রহিমা খাতুন, ওলিয়ার রহমান ও আব্দুল আলিমসহ স্থানীয় কয়েকজনের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। উক্ত বিরোধ নিরসনের লক্ষ্যে শালিসে রিপনকে আমন্ত্রণ জানানো হয়।

রিপনসহ তার সজ্ঞিয়রা বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১২ টার দিকে শিওরদাহ স্কুলের সামনে বিরোধীয় জমিতে পৌছালে মনিরুজ্জামানের নেতৃত্বে শালিসে উপস্থিত সকলকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। নিশেধ করিলে তাদের হাতে থাকা ধারালো চাকু, দা ও কুড়াল দিয়ে রিপন ও তার সজ্ঞিয়দের উপর হামলা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

প্রবাসী ইসমাইল হোসেনের ভাগ্নে সুমন হোসেন জানান, ইজ্জত আলীগংদের নিকট থেকে ১২৫ নং শিওরদাহ মৌজার ৪৪৯নং খতিয়ানের ১৯৯দাগের ৭৭শতক জমির মধ্যে ৬৪শতক জমি ক্রয় করা হয়। সেই জমি থেকে দুই বছরপূর্বে ২শতক জমি জোরপূর্বক দখল করে নেয়। যা নিয়ে বেশ কয়েকবার শালিস হয়েছে। বৃহস্পতিবার ছিল জমি মাপার দিন। জমি মাপতে না দিতে পরিকল্পিত ভাবে এই হামলা করা হয়েছে বলেও জানান সুমন।

এ বিষয় জানতে চাইলে ইজ্জত আলী বলেন, জমির দলিল দেখাতে না পারায় জমি মাপতে দেয়া হয়নি। দা-কুড়াল দিয়ে হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তার মেয়ের জামাইরা বাশ কাটতে গিয়েছিল। সেসময় এই ঘটনা ঘটায় তাদের হাতে কুড়াল ও দা ছিল।

মেসেঞ্জার/আলমগীর/তুষার