ঢাকা,  শুক্রবার
১৪ মার্চ ২০২৫

The Daily Messenger

সেনবাগে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৩, ১৩ মার্চ ২০২৫

সেনবাগে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

নোয়াখালীর সেনবাগে জামায়াতে ইসলামীর ইফতার মহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে সেবারহাট শের-ই বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ইফতার মহফিল অনুষ্ঠিত হয়।

মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহম্মেদ।

মোহাম্মদপুর  ইউনিয়ন জামায়াতে ইসলামী সেক্রেটারি জহির উদ্দিনের সঞ্চালনায় এসময় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা এয়াছিন করিম, নায়েবে আমীর মাওলানা আবদুল মালেক, সেক্রেটারি মাওলানা নুরুল আবছার, বাইতুলমাল সম্পাদক মাওলানা ইউসুফ মিয়াজী, পৌর জামায়াতের আমীর মাওলানা এয়াছিন মিয়াজী, সেক্রেটারি আলাউদ্দিনসহ স্থানীয় জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মেসেঞ্জার/জাহাঙ্গীর/তুষার