ঢাকা,  শুক্রবার
১৪ মার্চ ২০২৫

The Daily Messenger

চুয়াডাঙ্গা জেলায় ১ লাখ ৪৭ হাজার ৯৩০ জনকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৭, ১৩ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গা জেলায় ১ লাখ ৪৭ হাজার ৯৩০ জনকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

ছবি : মেসেঞ্জার

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস  ক্যাম্পেইন উপলক্ষে বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে ও আয়োজনে সাংবাদিক সম্মেলন জানানো হয় আগামী ১৫ মার্চ চুয়াডাঙ্গা জেলায় ১ লাখ ৪৭ হাজার ৯৩০ জন শিশুকে ভিটমিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ে নিউট্রেশন ইন্টারন্যাশনালের জেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, ১৫ মার্চ থেকে এ জেলার ৪টি উপজেলায় ও ৪টি পৌরসভায় ১৭ হাজার ৩৬৩ জন ৬ থেকে ১১ মাস বয়সী ও ১ লাখ ৩০ হাজার ৫৬৭ জন ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৮৯৬ টি আউটরীচ ও ১০টি স্হানীয় টিকাদান কেন্দ্রে ১ হাজার ৮১২ জন স্বেচ্ছাসেবক, ২৭১ জন সরকারী ও বেসরকারী কর্মী এবং ১১৮ জন প্রথম সারির তত্বাবধায়ক এ কাজে নিয়াজিত থাকবেন। জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ কাজ বাস্তবায়ন করছে।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ, মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি ও সাধারণ সম্পাদক বিপুল আশরাফ ও জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবার এবং সহকারী স্টোর কিপার রেহানা খাতুনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।

মেসেঞ্জার/লিটন/তুষার