
ক্যাপশন : রাজশাহী রেলওয়ে স্টেশনে আন্তনগর ধুমকেতু ও বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে কয়েকটি বগি লাইনচ্যুত হয় -টিডিএম।
রাজশাহী রেলওয়ে স্টেশনের ওয়াশপিটের সামনে ঢাকাগামী আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস ও পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে কয়েকটি বগি লাইনচ্যুতির ঘটনা ঘটেছে।
শনিবার (১৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে রেলস্টেশনের ওয়াশটিপ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। উভয় ট্রেনে যাত্রী ছিল না। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন স্টেশন মাস্টার আবুল কালাম আজাদ।
তিনি বলেন, বাংলাবান্ধা ওয়াশপিট থেকে স্টেশনের দিকে এবং ধূমকেতু এক্সপ্রেস স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্ট সমস্যা থাকায় ধূমকেতু এক্সপ্রেসকে ধাক্কা দিয়ে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়।
এতে দু’টি ট্রেনের একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে এক লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মেসেঞ্জার/আনিসুজ্জামান/তুষার