ঢাকা,  শনিবার
১৫ মার্চ ২০২৫

The Daily Messenger

হবিগঞ্জ মেডিকেল কলেজ স্থানান্তরের অপচেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ

প্রকাশিত: ১৬:৫৪, ১৫ মার্চ ২০২৫

হবিগঞ্জ মেডিকেল কলেজ স্থানান্তরের অপচেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ছবি : মেসেঞ্জার

হবিগঞ্জ মেডিকেল কলেজ স্থানান্তরের অপচেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় দুই পাশে শতশত যানবাহন আটকা পড়ে। পরে আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করা হয়।

স্থানীয়রা জানান, শনিবার (১৫ মার্চ) দুপুরের দিকে হবিগঞ্জ মেডিকেল কলেজ অনত্র স্থানান্তরের প্রতিবাদে ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে কলেজের শিক্ষার্থীরা শহরের মেইন সড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা মেডিকেল কলেজ হবিগঞ্জে রাখার দাবিতে বিভিন্ন ধরনের শ্লোগান দেয়। প্রায় ঘন্টাখানেক অবরোধ করে ক্যাম্পাসে ফিরে যায়।

পরে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শিক্ষার্থী রিংকু দেব, রিয়েল সরকার, তাসনিমুর রিয়াজ, আকিব মাহমুদ ও আবু হাসান।

এ সময় তারা জানান, হবিগঞ্জ মেডিকেল কলেজ অনত্র স্থান্তান্তর করা হলে হবিগঞ্জবাসীকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

মেসেঞ্জার/পাবেল/তুষার