
ক্যাপশন : রাজশাহীতে হোমিওপ্যাথি ওষুধের আড়ালে অ্যালকোহল সরবরাহের সময় গ্রেপ্তার মোস্তাক আল রুবিন ও আব্দুস সালাম মৃধা -টিডিএম।
রাজশাহীর মোহনপুর উপজেলায় হোমিওপ্যাথি ওষুধের আড়ালে দোকানে দোকানে অ্যালকোহল সরবরাহ করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (১৫ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বাকশৈল এলাকায় অ্যালকোহল ডেলিভারির সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ডেলিভারিম্যান ঢাকার যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা মোস্তাক আল রুবিন (৫২) ও পটুয়াখালির দশমিনার আব্দুস সালাম মৃধা (৪০)। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৪৩৫ বোতল (১৪৩.৫ লিটার) অবৈধ অ্যালকোহল জব্দ করা হয়।
র্যাব জানায়, ঢাকা থেকে মাইক্রোবাসে করে রাজশাহীতে অ্যালকোহল সরবরাহ করার খবর পেয়ে অভিযান চালান র্যাব-৫ রাজশাহীর একটি অভিযানিক দল। অভিযানে হাতেনাতে ধরা পড়ে চক্রের দুই সদস্য। তারা হোমিওপ্যাথিক ওষুধের আড়ালে ৯০ শতাংশ অ্যালকোহল বিক্রি করতো। এই অ্যালকোহল ঢাকায় ফ্যাক্টরিতে প্রস্তুত হয়।
র্যাব জানায়, অ্যালকোহল সেবনে সম্প্রতি মোহনপুরে তিনজনের প্রাণহানি ঘটেছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
মেসেঞ্জার/আনিসুজ্জামান/তুষার