
ছবি : মেসেঞ্জার
শনিবার (১৫ মার্চ) যশোরের বেনাপোলের কাকমারী গ্রামের সুমন নামে এক প্রবাসীকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালিয়েছে। এসময় তার পেটের বাম দিকে ও পিঠে একাধিক স্থানে জখম হয়েছে। তাৎক্ষণিক তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুমন ওই গ্রামের বাবুর ছেলে। যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তার নামও সুমন।
আহত সুমনের চাচী নুর জাহান জানান, আহত সুমন লিবিয়ায় ছিলেন। ছয় মাস আগে তিনি দেশে এসেছেন।
অন্যদিকে, গয়ড়া গ্রামের শুকুর আলীর ছেলে সুমন তাদের বাড়ির একটি টিভি চুরি করে। এলাকাবাসী বিষয়টি নিয়ে শালিস বিচারও করেন। যা নিয়ে ক্ষিপ্ত হন অভিযুক্ত সুমন।
তার জেরে শুক্রবার রাত সাড়ে আটটায় অভিযুক্ত সুমন প্রবাসী সুমনকে একা পেয়ে একেরপর এক ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালায়। পরে আশপাশের লোকজন ছুটে আসলে সুমন পালিয়ে যায়।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, বিষয়টি নিয়ে পুলিশের একটি টিম ভিকটিম পরিবারের সাথে কথা বলেছে। এর নেপথ্যের কারণ খুঁজতে মাঠে রয়েছে পুলিশ।
মেসেঞ্জার/জামাল/তুষার