ঢাকা,  শনিবার
১৫ মার্চ ২০২৫

The Daily Messenger

হাতিয়ায় একাধিক মামলার আসামী যুবলীগ নেতা ফকির আটক

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৬, ১৫ মার্চ ২০২৫

হাতিয়ায় একাধিক মামলার আসামী যুবলীগ নেতা ফকির আটক

ছবি : মেসেঞ্জার

নোয়াখালী হাতিয়ায় কোষ্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে একাধিক মামলার আসামী ও ইউনিয়ন যুবলীগ নেতা ফকিরকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার নলচিরা ইউনিয়নের দোপাদার গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ফকির একই এলাকার মৃত নুর ইসলামের ছেলে। সে নলচিরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছে।

কোষ্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফকিরকে নলচিরা ইউনিয়নের নদীর তীর এলাকা থেকে আটক করা হয়। ৫ আগস্টের পর থেকে সে আত্মগোপনে ছিল। সম্প্রতি সে দেশে এসে গোপনে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছে। তার বিরুদ্ধে হাতিয়া থানায় সন্ত্রাসী, লুঠতরাজ ও অস্ত্র আইনের বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে।

কোষ্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশিদ জানান, অভিযানে আটক ফকিরকে রাতে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের উপকূলীয় এলাকায় আইনশৃংখলা রক্ষায় কাজ করছে কোষ্টগার্ড। এছাড়া সন্ত্রাস দমনে পুলিশের সাথে যৌথভাবে কাজ করছে এ বাহিনী।

মেসেঞ্জার/জিল্লুর/তুষার