ঢাকা,  শনিবার
১৫ মার্চ ২০২৫

The Daily Messenger

রাজশাহীর তানোরে পূত্রবধূকে ধর্ষণচেষ্টার মামলায় শ্বশুর গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ১৮:৪৬, ১৫ মার্চ ২০২৫

রাজশাহীর তানোরে পূত্রবধূকে ধর্ষণচেষ্টার মামলায় শ্বশুর গ্রেপ্তার

ছবি : মেসেঞ্জার

রাজশাহী তানোরে পূত্রবধূকে ধর্ষণচেষ্টার মামলায় শ্বশুর হাবিবুর রহমানকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যার পর তাকে গ্রেপ্তার এবং শনিবার (১৫ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সে তানোর উপজেলার মোহাম্মদপুর গ্রামের সইমুদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত ১২ মার্চ বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজ পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা করে শ্বশুর হাবিবুর রহমান। এ ঘটনায় লোকলজ্জার ভয় এবং ক্ষোভ ও অভিমানে ভুক্তভোগী গৃহবধূ বাপের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা দীঘিপাড়া গ্রামে চলে যান।

এদিকে স্ত্রীকে ফিরিয়ে আনতে স্বামী রবিউল শুক্রবার নাচোলে শ্বশুর বাড়ি যান। এদিন রবিউলের কাছে তার স্ত্রী সেদিনের ন্যাক্কারজনক ঘটনা খুলে বলেন। এর পর শুক্রবার বিকালে রবিউল একাই বাড়ি ফিরে বাবা হাবিবুর রহমানের সাথে বিবাদে জড়িয়ে পড়েন। এরপর ঘটনাটি এলাকাবাসী জানতে পারেন এবং থানায় খবর দেন। পরে পুলিশ বিক্ষুব্ধ গ্রামবাসীর কবল থেকে অভিযুক্ত হাবিবুরকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।

এ ঘটনায় শুক্রবার রাতে ছেলে রবিউল ইসলাম বাদী হয়ে তার বাবা হাবিবুর রহমানের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, শনিবার সকালে আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মেসেঞ্জার/আনিসুজ্জামান/তুষার