
ছবি : মেসেঞ্জার
শিশুকে যৌন হয়রানির অভিযোগে এক ডিম বিক্রেতাকে পিটুনি দিয়ে পুলিশে দিল বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ৪টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা বাদি হয়ে দামুড়হুদা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করে।
অভিযুক্ত হলো, পাবনা জেলার ঈশ্বরদী থানার চরকুড়ুলিয়া গ্রামের মল্লিক পাড়ার খালেক মল্লিকের ছেলে মো. জিল্লুর রহমান জিল্লু (৩০)।
মামলা সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের পুরাতন বাস্তপুর গ্রামের মো. চান্দু মিয়া (৩৮) এই মর্মে মামলা দায়ের করে যে, আসামী মো. জিল্লুর রহমান জিল্লু বিভিন্ন এলাকায় পাখি ভ্যান যোগে ডিম বিক্রয় করে।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে দামুড়হুদা থানাধীন পুরাতন বাস্তপুর গ্রামে বাদীর বসতবাড়ীর পশ্চিম পাশে ইটের পালার নিকট রাস্তার উপর ডিম বিক্রয় করার জন্য সে আসে। তখন বাদির ১০ বছরের শিশু কন্যা ডিম কেনার জন্য গেলে আসামী তার যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে শিশু মেয়েকে ঝাপটে ধরে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় বিধায় বাদীসহ স্থানীয় লোকজন আসামীকে আটক করে।
পরবর্তীতে বাদী দামুড়হুদা মডেল থানা পুলিশের সহযোগীতায় আসামীসহ থানায় এসে আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা হয়েছে। আসামিকে শুক্রবার (১৪ মার্চ) চুয়াডাঙ্গা জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।
মেসেঞ্জার/লিটন/তুষার