
ছবি : মেসেঞ্জার
পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও মানবিক মূল্যবোধের আলোকে প্রতিবছরের ন্যায় বগুড়ায় নোভা ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (১৫ মার্চ) সকালে ৪র্থ ধাপে শহরের রহমাননগর এলাকায় শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
নোভা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. একরামুল হায়দারের সার্বিক তত্ত্বাবধানে মাহে রমজানের উপহারস্বরূপ সকলের হাতে এ সামগ্রী তুলে দেন বগুড়া শহর সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম।
এ সময় তিনি বলেন, মাহে রমজান সিয়াম সাধনার মাস। বিগত ৮ বছরের ধারাবাহিকতায় পবিত্র এই মাসে নোভা ফাউন্ডেশন যে মানবিক উদ্যোগ নিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। সাধারণ মানুষের কল্যাণে ভবিষ্যতেও এই ইতিবাচক কর্মকান্ড অব্যাহত থাকবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
আয়োজন প্রসঙ্গে ফাউন্ডেশন এর চেয়ারম্যান একরামুল হায়দার বলেন, মাহে রমজানের সামর্থ্যবান মানুষেরা স্বাচ্ছন্দের সাথে ইফতার করতে পারলেও অনেক দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবার ভালো খাবার দিয়ে ইফতার করতে পারেনা। সেই প্রেক্ষাপটে নোভা ফাউন্ডেশন বিগত ৮ বছর ধরে এই ধরনের কার্যক্রম পরিচালনা করছে। যার মূল উদ্দেশ্য মানবতার সেবায় অবদান রাখা।
তিনি বলেন, ‘সচেতন নাগরিক হিসেবে সমাজের প্রতি সকলের দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকে সমাজের উপেক্ষিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা তারা সবসময় করে যাচ্ছেন।’
তিনি আরও জানান, নোভা ফাউন্ডেশনের ওয়েবসাইটে গিয়ে যেকোনো ব্যক্তি সাহায্যের আবেদন করতে পারেন অথবা আর্থিক সহযোগিতা পাঠানোর মাধ্যমে এই মহৎ কাজের অংশীদার হতে পারেন।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ফরিদ হায়দারসহ ফাউন্ডেশনের অন্যান্য সম্মানিত সদস্যরাও উপস্থিত থেকে সহযোগিতা করেন সার্বিক কার্যক্রম পরিচালনায়।
উল্লেখ্য, নোভা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দরিদ্র ও অসহায় মানুষের জীবনমান উন্নত করার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের উদ্যোগের মধ্যে রয়েছে রমজান মাসে ইফতার বিতরণ, শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ, দুস্থদের মাঝে মাংস বিতরণ এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার সরবরাহ।
এছাড়াও তারা স্যানিটেশন, বিশুদ্ধ পানির সরবরাহ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির মতো বৃহত্তর উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নেও সক্রিয়। এই উদ্যোগগুলো শুধু মানবতার কল্যাণে কাজ করছে তাই নয়, বরং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
মেসেঞ্জার/তুষার