ঢাকা,  শনিবার
১৫ মার্চ ২০২৫

The Daily Messenger

নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে প্রতিবাদ সভা

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২০, ১৫ মার্চ ২০২৫

নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে প্রতিবাদ সভা

ছবি : মেসেঞ্জার

নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে ও স্থায়ী ক্যাম্পাসের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) বেলা ১১টায় শহরের মুক্তির মোড়ে সর্বস্তরের মানুষ ও শিক্ষার্থীদের ব্যানারে এই প্রতিবাদ সভা হয়। এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুুষ অংশ নেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, নওগাঁ মেডিকেল কলেজের চালুর পর থেকেই বরাবরই প্রশংসনীয় ফলাফল অর্জন করেছে। বড় মেডিকেল কলেজগুলোর মতো প্রায় সব সুবিধা থাকার পরও শুধু স্থায়ী ক্যাম্পাস না থাকার কারণে এটি বন্ধের অনেক অপচেষ্টা চলছে।

প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে এ ধরনের সিদ্ধান্ত থেকে সংশ্লিষ্টরা সরে এসে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি জানান বক্তারা। না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেওয়া হয়।

মেসেঞ্জার/বেলায়েত/তুষার