ঢাকা,  শনিবার
১৫ মার্চ ২০২৫

The Daily Messenger

সিংগাইরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার

মুহ. মিজানুর রহমান বাদল, সিংগাইর (মানিকগঞ্জ)

প্রকাশিত: ১৯:২৯, ১৫ মার্চ ২০২৫

সিংগাইরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইরে অজ্ঞাত এক নারীর (৫০) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১৪ মার্চ) রাত সাড়ে ৭ টার দিকে গাবতলী-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়ক সিংগাইর উপজেলার আজিমপুর মারকাজ মসজিদ সংলগ্ন বাচ্চুমিয়ার দোকানের সামনে থেকে অজ্ঞাতনামা ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ভারসাম্যহীন অজ্ঞাত নারী বেশ কিছুদিন যাবৎ রাস্তায় ঘুরে বেড়াতো। বিভিন্ন দোকানের সামনে রাত যাপন করতো। কিছুদিন ধরে অসুস্থ্য হলে চিকিৎসার অভাবে শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে তার মৃত্যু হয়। পরে থানাপুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারসহ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মেসেঞ্জার/তুষার