ঢাকা,  শনিবার
১৫ মার্চ ২০২৫

The Daily Messenger

যুবলীগ নেতার গুলিতে বিএনপি কর্মী জখম

বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫০, ১৫ মার্চ ২০২৫

যুবলীগ নেতার গুলিতে বিএনপি কর্মী জখম

ছবি : মেসেঞ্জার

যশোরের চৌগাছায় যুবলীগ নেতার গুলিতে বিএনপি কর্মী আজগর আলী (২২) জখম হয়েছেন। শুক্রবার (১৪ মার্চ) রাতে উপজেলার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুরে এ ঘটনা ঘটে। আহত আজগর সৈয়দপুর গ্রামের আব্বাস মন্ডলের ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সাথে জড়িত ইমরান গণপিটুনির শিকার হয়েছেন। পুলিশ পিস্তলটি উদ্ধার করলেও ইমরানকে গ্রেপ্তার করতে পারেনি।

আহত আজগর মন্ডল জানান, শুক্রবার রাতে তারাবিহ নামাজের সময় তিনি ও তার পিতা ও যুবলীগ নেতা ইমরানসহ বিএনপি ও আওয়ামী লীগের কয়েকজন সমর্থক গ্রামের চায়ের দোকানে বসেছিলেন। এ সময় শেখ হাসিনা আবার দেশে ফিরবে এমন বিতর্কে জড়ান তারা। পরে বিতর্ক শেষ হয়ে যায়।

কিছু সময় পর বাড়ি ফেরার পথে যুবলীগ নেতা ইমরান এসে হঠাৎ গুলি চালায়। এতে একটি গুলি তার পায়ে লাগে। গুলির শব্দে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় এলাকাবাসী ইমরানকে ধরে গণপিটুনি দেয়। কিন্তু তিনি পিস্তল ফেলে কৌশলে পালিয়ে যান। পরে আজগরকে উদ্ধার করে চৌগাছা মডেল হাসপাতালে নেয়া হয়।

চৌগাছা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সঞ্চিতা সেন জানান, আজগরের পায়ে গুলির ক্ষত রয়েছে। সেখানে জরুরিভাবে অস্ত্রোপচারের প্রয়োজন। ফলে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে আজগরের হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাসেবা চলছে। তিনি এখন আশঙ্কামুক্ত।

ফুলসারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জানান, যুবলীগের নেতা রিপন বিএনপি কর্মী আজগার আলীকে গুলি করে হত্যার চেষ্টা করেছে। কিন্তু তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানিয়েছেন, যুবলীগ নেতা রিমনকে গ্রেপ্তার করতে সারারাত অভিযান চালানো হয়েছে। খুব শিগগির তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে। রিপনের ফেলে যাওয়া পিস্তলটি উদ্ধার করা হয়েছে।

মেসেঞ্জার/তুষার