ঢাকা,  রোববার
১৬ মার্চ ২০২৫

The Daily Messenger

সাভারের কাউন্দিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৭, ১৫ মার্চ ২০২৫

সাভারের কাউন্দিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ক্যাপশন : শুক্রবার (১৪ মার্চ) বিকালে কাউন্দিয়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে পাঁচকানি এহসানুল হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ছবি : টিডিএম।

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলার সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) বিকালে কাউন্দিয়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে পাঁচকানি এহসানুল হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

কাউন্দিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি দ্বীন ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন বাদল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুস সালাম থানা যুবদলের সাবেক সভাপতি ও কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মমিন।

প্রধান অতিথির বক্তব্যে কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন বাদল বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা বর্তমান সরকারকে সমালোচনা করব, তবে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি, অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের বাঁধা ও দমন পীড়নের কারণে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে জনগণের জন্য কিছু করতে পারেনি। ৫ আগস্ট গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন। তারই অংশ হিসেবে কাউন্দিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।’

বিশেষ অতিথির বক্তব্যে কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম মমিন বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের সুখ-দুঃখে সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমরা ইফতার ও দোয়া মাহফিল করছি।’

তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘দলের দুঃসময়ের নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। গত ১৭ বছরে যাদেরকে মাঠে পাইনি, তারা এখন দলে ভীড় করছে। তাদেরকে পিছনের কাতারে রাখতে হবে। ফ্যাসিবাদের ষড়যন্ত্র অব্যাহত আছে, তাদের দোসররা আমাদের মধ্যে ঘাপটি মেরে বসে আছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

তিনি আরো বলেন, ‘ছাত্র জনতার গণআন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দেড় বছর পূর্বে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এখন যেই সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সংস্কারের কথা সর্বপ্রথম বিএনপি প্রস্তাব করেছে। একদলীয় বাকশালকে বাতিল করে বাংলাদেশে বহু দলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এর চাইতে বড় সংস্কার বাংলাদেশের ইতিহাসে আর নেই। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।’

এসময় বক্তারা তারেক রহমানের নেতৃত্বে দলকে ঐক্যবদ্ধ রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/তুষার