ঢাকা,  সোমবার
১৭ মার্চ ২০২৫

The Daily Messenger

যশোর সীমান্তে নিষিদ্ধ পলিথিন বোঝাই ট্রাকসহ ৮৫ লাখ টাকার পণ্য আটক

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:৪১, ১৬ মার্চ ২০২৫

যশোর সীমান্তে নিষিদ্ধ পলিথিন বোঝাই ট্রাকসহ ৮৫ লাখ টাকার পণ্য আটক

যশোরের একাধিক সীমান্তে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন বোঝাই ট্রাকসহ ৮৫ লাখ ৬০ হাজার ৭০০ টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, কীটনাশক, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় যশোরের বেনাপোল, কাশিপুর, আন্দুলিয়া বিওপি এবং বেনাপোেল চেকপোস্ট সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে উক্ত নিষিদ্ধ পলিথিন বোঝাই ট্রাকসহ ভারতীয় পণ্য আটক করা হয়। এ সময় যশোরের বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের রফিকুল ইসলামের ছেলে রেহান (২৯) নামে একজন ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মেসেঞ্জার/জামাল/জেআরটি

আরো পড়ুন