
ছবি : মেসেঞ্জার
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পল্লীতে খামার মালিককের ২ একর আয়তনের একটি মাছ ঘের (মাছের খামার) দখল করে পানি সেচ দিয়ে মাছ লুট করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১৬ মার্চ) উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘের মালিক ফারুক সর্দার স্থানীয় সহিদ মোাল্লা, সিরাজ মিয়া ও রফিক হোসেনসহ কয়েকজনকে আসামি করে হাজীমারা ফাড়ি থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
মাছের খামারের মালিক ফারুক সর্দার জানান, তিনি দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের মোল্লার হাট এলাকায় কাছ থেকে ২ একর জমি ইজাড়া নিয়ে খামার করে মাছ চাষ করেন। রবিবার সকালে স্থানীয় প্রভাবশালী সহিদ মোাল্লার নেতৃত্বে ১০ থেকে ১২ জন লোক তার পাহারাদারে উপর হামলা চালিয়ে মাছের ঘেরটি দখল করে পানি সেচ দিয়ে ১০ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়।
এরপর দখলকারিরা তার পাহারাদারদের মাছের খামার থেকে তাড়িয়ে দেয়। বিকালে তিনি সহিদ মোাল্লা, সিরাজ মিয়া ও রফিক হোসেনসহ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ফাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ওই জমির প্রকৃত মালিক সাইফুল মোল্লা জানান, আমাদের ২ একর জমি রায়পুরের মৎস্য ব্যবসায়ী ফারুক সর্দারকে তিন বছরের জন্য ইজাড়া দিয়েছি। তিনি জমিতে মাছ চাষ করছিলেন। রবিবার সকালে সহিদ মোাল্লা নামের এক ব্যক্তি দলবল নিয়ে এসে ঘেরটি দখল করে পানি সেচ দিয়ে মাছ ধরে নিয়ে গেছে।
তবে সহিদ মোাল্লা দাবি করেন, ফারুক সর্দার যে জমি ইজাড়া নিয়ে মাছ চাষ করছিল সেই জমি তার। আওয়ামীলীগের প্রভাব দেখিয়ে অবৈধভাবে এতোদিন তার জমিতে মাছ চাষ করছিলেন। তবে তার লোকজনের উপর কোন হামলার ঘটনা ঘটেনি।
হাজীমারা ফাড়ির থানার এসআই আব্দুল মান্নান জানান, ঘের দখল করে পানি সেচ দিয়ে মাছ লুট করার অভিযোগ পেয়েছি।
এ বিষয়ে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আদালতে কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে মাছ লুটের বিষয়টি প্রথমিক ভাবে প্রমাণ পেয়েছি। বিষয়টি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মেসেঞ্জার/সুমন/তুষার