ঢাকা,  বুধবার
০২ এপ্রিল ২০২৫

The Daily Messenger

সেনবাগে সামাজিক কার্যক্রম রোদে জনসচেতনতায় আলোচনা সভা অনুষ্ঠিত

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৪, ১৭ মার্চ ২০২৫

সেনবাগে সামাজিক কার্যক্রম রোদে জনসচেতনতায় আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

মাদক, ইভটিজিংসহ সমাজে অনৈতিক কাজে জন সচেতনতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) জিরুয়া ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের জিরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

গাজীরহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক ধর্মীয় শিক্ষক মাওলানা মজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মন মিজানুর রহমান।

রাজারামপুর বশিরিয়া আলীম মাদরাসার আরবি প্রভাষক মাওলানা আবু সাকেরের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে এনায়েতপুর রহমতিয়া আলীম মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হানিফ, জিরুয়া সমাজ পরিচালনা কমিটির সমাজ সভাপতি সফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইলিয়াছ মুন্সী, সেনবাগ প্রেস ক্লাবের সহ-সাধারন সম্পাদক জাহায্গীর পাটোয়ারী, সমাজসেবী আনোয়ার হোসেন, বিএনপি নেতা মোহাম্মদ হারুন, যুবদল নেতা  মজিবুল হক টিটু, জিরুয়া দারুস সুন্নাত কমপ্লেক্সের মোতামীম আশ্রাফ উদ্দিন, সুলতানুল উলুম মাদরাসার মোতামিম মুফতি ্ওমদাদ উল্ল্যা, জিরুয়া দক্ষিণ পাড়া জামে মসজিদের খতিব নাজমুল হোসেন বক্তব্য রাখেন।

মেসেঞ্জার/জাহাঙ্গীর/তুষার