ঢাকা,  সোমবার
১৭ মার্চ ২০২৫

The Daily Messenger

গণঅধিকার পরিষদ, ঠাকুরগাঁও জেলা শাখার নতুন কমিটি অনুমোদিত

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৯, ১৭ মার্চ ২০২৫

গণঅধিকার পরিষদ, ঠাকুরগাঁও জেলা শাখার নতুন কমিটি অনুমোদিত

ছবি : মেসেঞ্জার

ঠাকুরগাঁও জেলা শাখার গণঅধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে বিভিন্ন পদে মোট ৮০ জন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন। রবিবার (১৬ মার্চ) রাতে গণঅধিকার পরিষদ পরিষদের সভাপতি নুরুল হক নুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট শফিকুল ইসলাম শিমুল (অতিরিক্ত পি পি জেলা ও দায়রা জজ আদালত ঠাকুরগাঁও) এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন প্রভাষক আব্দুস সোবহান।

সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম শিমুল বলেন, ‘গণঅধিকার পরিষদ জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে। নতুন কমিটি জেলার প্রতিটি স্তরে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করবে। সাধারণ মানুষের সমস্যাগুলো তুলে ধরার পাশাপাশি আমরা সুষ্ঠু গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করব।’

সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সোবহান বলেন, ‘আমাদের লক্ষ্য থাকবে তৃণমূল পর্যায়ের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে ভূমিকা রাখা। গণঅধিকার পরিষদ সব সময় জনগণের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।’

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মো. আব্দুল গাফফার। সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন হাকিম মো. ইমরান আলি, মো. মানিকুল ইসলাম, অধ্যাপক আব্দুল হান্নান, মো. আসাদুল্লাহ (আসাদ), মো. জুয়েল রানা, মো. কামাল হোসেন এবং আরও অনেকে।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. নুর আলম রুপম। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. জামাল উদ্দিন, মো. মিজানুর রহমান, সাদ্দাম হোসেন, মো. শাহেদুল ইসলাম, মোছা. আশামনি, মো. সৈয়েব আক্তার প্রমুখ।

সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান নীল বলেন, ‘আমরা জেলার প্রতিটি উপজেলায় গণঅধিকার পরিষদের কার্যক্রম বিস্তৃত করব। পাশাপাশি যুবসমাজকে রাজনৈতিক সচেতনতা ও নেতৃত্বের জন্য প্রস্তুত করতে কাজ করব।’

অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম বলেন, ‘সংগঠনের উন্নয়ন ও সমাজসেবামূলক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।’

গণঅধিকার পরিষদের নেতারা আশাবাদী যে, নতুন কমিটি জেলার রাজনৈতিক ও সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে। তারা সকল শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়িয়ে গণতান্ত্রিক অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

গণঅধিকার পরিষদ মুখপাত্র ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান বলেন, ‘গণঅধিকার পরিষদ বরাবরই অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার। আমরা জনগণের পাশে থেকে তাদের দাবি আদায়ে কাজ করব।’

নতুন কমিটি গঠনের ফলে ঠাকুরগাঁওয়ে গণঅধিকার পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে।

মেসেঞ্জার/আরিফ/তুষার