
ছবি : মেসেঞ্জার
রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা চেষ্টা মামলা থেকে আওয়ামী লীগ নেত্রীর নাম সরাতে পুলিশের নামে ১০ লাখ টাকা চাঁদাদাবির মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের ব্যবসায়ী অমিত বণিককে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার (১৭মার্চ) দুপুরে রংপুর অতিরিক্ত চীফ মেট্রোপলিটন আদালত-১ এর বিচারক সোয়েবুর রহমান এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মাহফুজার রহমান কড়া পুলিশী নিরাপত্বায় তাকে আদালতে তোলেন এবং ১০ দিনের রিমান্ড চান এবং বিভিন্ন যুক্তি তুলে ধরেন।
অন্যদিকে, অমিত বণিকের পক্ষে শুনানীতে অংশ নেন আসামী পক্ষের আইনজীবী মাহফুজ-উন-নবী ডন, এ্যাড. মো. আফতাব উদ্দিন সরকার, এ্যাড. মো. বাইজিদ ওসমানী, এ্যাড. মো. কাউছার আলী, জামায়াতে রোকন এ্যাড. মো. মোফাজ্জল হোসেন (বকুল), রংপুর, ৬) এ্যাড. মো. রফিকুল ইসলাম (মুকুল), এ্যাড. সাবরিনা কাশেম, এ্যাড. আব্দুল কাইয়ুম মন্ডল, এ্যাড. মো. আহসানুল হক মিলন, এ্যাড. সিপন সাহাসহ ২৫ জন আইনজীবী।
আদালত উভয়পক্ষের শুনানী শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে অমিত বণিককে কোতয়ালী থানায় নিয়ে আসা হয়।
এর আগে বৃহস্পতিবার (১৩ মার্চ) অমিত বণিককে গ্রেপ্তার করে মহানগর পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলার ১৭৯ নম্বর আসামী সংরক্ষিত মহিলা এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন উত্তোলনকারী সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ঘনিষ্ট হিসেবে পরিচিত লিপি খান ভরসাকে মামলা থেকে নাম বাদ দেয়া এবং সুরক্ষার জন্য পুলিশের তৎকালীন উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সারের নামে ১০ লাখ টাকা চাঁদা দাবির মামলা করেন পলাশ হাসান নামের এক ব্যক্তি।
এসময় বাদি পলাশ হাসানকে থানায় গিয়ে পুলিশ কর্মকর্তা শিবলী কায়সার কর্তৃক মারধোর ও পুলিশের রাইফেল কেড়ে নিয়ে গুলি করতে যাওয়ার অভিযোগে পুলিশ বাদি হয়ে একটি সাধারণ ডায়েরি করে। এরপর পুলিশের সদর দপ্তর থেকে শনিবার (১৫ মার্চ) এক আদেশে উপ-পুলিশ কমিশনার শিবলীকে রংপুর মহানগর থেকে প্রত্যাহার করে সদর দপ্তরে নেয়া হয়।
অন্যদিকে, রোববার (১৬ মার্চ) ঢাকার গুলশানের একপি ফ্লাট থেকে গ্রেপ্তার করা হয় লিপি খান ভরসাকে। তাকে রাতেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, লিপি খান ভরসা সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির আস্থাভাজন নেত্রী ছিলেন। একই সাথে ঘনিষ্ট ছিলেন সাবেক মহিলা এমপি নাছিমা জামান ববির।
বিগত সময়ে টিপু মুনশি এবং নাছিমা জামান ববির সাথে ছবি দিয়ে পোস্ট দিয়ে সব সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরগরম থাকতেন লিপি খান ভরসা। লিপি খান ভরসার বাড়ি পাবনা।
একসময় অভিজাত হোটেলে নাচগান ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন তিনি। তিনি সাবেক এমপি মরহুম করিম উদ্দিন ভরসার পুত্রবধু। তার বিরুদ্ধে ভরসা পরিবারের জমিজমা জাল জালিয়াতি করে আত্মসাতের অভিযোগে মামলা ও ওয়ারেন্টও রয়েছে। ২০২৪ সালে সংরক্ষিত আসনে এমপি হওয়ার জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলেছিলেন তিনি।
মেসেঞ্জার/তুষার