ঢাকা,  সোমবার
১৭ মার্চ ২০২৫

The Daily Messenger

বিচার চায় চেয়ারম্যান-মেম্বাররা

ফুলবাড়ীতে ভিজিএফের স্লিপ নিয়ে ইউপিতে তালা, সংঘর্ষে আহত ১০

ইউনুছ আলী আনন্দ, ফুলবাড়ী (কুড়িগ্রাম)

প্রকাশিত: ১৮:০০, ১৭ মার্চ ২০২৫

ফুলবাড়ীতে ভিজিএফের স্লিপ নিয়ে ইউপিতে তালা, সংঘর্ষে আহত ১০

ছবি : মেসেঞ্জার

ভিজিএফ কার্ডের চাল সংক্রান্ত বিষয় নিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়ন বিএনপির দু’গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রদল, যুবদল বিএনপি মিলে উভয় পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছে।

আহতরা হলেন- বড়ভিটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাসু, বিএনপি কর্মী সাহারুল ইসলাম, বিএনপি সমর্থক মোকছেদুল ইসলাম, তাঁতিদল নেতা মোকছেদুল হক।

অপর পক্ষের বড়ভিটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান, যুগ্ম আহবায়ক মিলন মিয়া, যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম রেজা, সদস্য সচিব টুনকু ব্যাপারীসহ উভয় পক্ষের বেশ কয়েকজন নেতা কর্মী। আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।

জানা গেছে, রোববার (১৬ মার্চ) দুপুরে বড়ভিটা ইউনিয়ন বিএনপির বাদল-জলিল গ্রুপের লোকজন ভিজিএফের চালের স্লিপ বিতরণ সংক্রান্ত বিষয় নিয়ে বড়ভিটা ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম ও সচিব বাবুল হোসেনের কথা কাটাকাটির এক পর্যায়ে তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সচিবকে অফিস কক্ষ থেকে বের করে দিয়ে ইউনিয়ন অফিস কার্যালয়ের মূল ফটকে তালা দেয়।

এ ঘটনাটি বিএনপির অপর পক্ষ হাফিজুর গ্রুপের লোকজন জানতে পেরে তারা ছুটে এসে অপর পক্ষের লাগানো তালা খুলে দেয়। পরবর্তীতে এই তুচ্ছ ঘটনাটি সংঘর্ষে রুপ নেয়। রোববার দুপুর থেকে ইফতারির আগ পর্যন্ত দু’গ্রুপ বিএনপির মধ্যে চলমান ঘটনায় আহত হয়েছে উভয় পক্ষের অনন্ত ১০ জন।

এদিকে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সচিব ও মেম্বারদের লাঞ্চিত করে অফিস থেকে বের করে দিয়ে অফিসে তালা দেয়ার ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলমসহ ইউপি সদস্যরা। এ সময় তিনি জনগণের জন্য ভিজিএফের চাল সুষ্ঠুভাবে বিতরণের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। দু’গ্রুপের লোকদের ঘটনাস্থল থেকে সরিয়ে দিয়েছি।

উল্লেখ্য, বড়ভিটা ইউনিয়ন পরিষদের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা হওয়ায় তার বিরুদ্ধে মামলা চলমান। এ কারণে চেয়ারম্যানের নির্দেশ ও ইউপি সদস্যদের সমর্থনে ইউপি সদস্য শাহ আলম ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

মেসেঞ্জার/তুষার