
ছবি : মেসেঞ্জার
চট্টগ্রামের লোহাগাড়ায় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে মাঠে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন দোকানিকে ৬হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৭মার্চ) দুপুরে উপজেলার আমিরাবাদ স্টেশনের কাঁচা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।
অভিযানকালে লোহাগাড়া থানার এসআই এনায়েত, উপজেলা ভূমি অফিসের নাজির বজলুল হুদা চৌধুরীসহ উপজেলা ভূমি অফিসের স্টাফ, থানা পুলিশের সদস্য ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল জানান, পবিত্র রমজানে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং চলমান রয়েছে।
এরই অংশ হিসেবে আমিরাবাদ স্টেশনের কাঁচা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও পাইকারি ক্রয়ের রশিদ সংগ্রহ না করাসহ বিভিন্ন অপরাধে তিন দোকানিকে পৃথক তিনটি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা, পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চিত করবার জন্য ব্যবসায়ীদের কঠোরভাবে নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মেসেঞ্জার/তুষার