ঢাকা,  মঙ্গলবার
১৮ মার্চ ২০২৫

The Daily Messenger

দোয়ারাবাজারে জামায়াতের ইফতার মাহফিল

নতুন বাংলাদেশ বিনির্মাণে যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করুন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪০, ১৭ মার্চ ২০২৫

নতুন বাংলাদেশ বিনির্মাণে যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করুন

ছবি : মেসেঞ্জার

সুনামগঞ্জ -৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেছেন, ‘সামনের নতুন বাংলাদেশ বিনির্মাণে যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করুন। রমজান মাসে আমাদের শিক্ষা নিতে হবে যে, আমরা একে অপরের উপর জুলুম করবো না। আমরা অন্যের হক নষ্ট করবো না।’

বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা শাখার উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘মানব জাতির সঠিক পথ প্রদর্শনের জন্য রমজান মাসে মহান আল্লাহ তায়ালা কুরআন নাযিল করা হয়েছে। মানুষ যেন সঠিক পথে চলতে পারে, সে যাতে উত্তম চরিত্রের অধিকারী হতে এবং মানবজীবনের সকল বিষয়ের দিক নির্দেশনা রয়েছে পবিত্র কুরআনে। আল্লাহ তায়ালা বলেন এই রমজানে পবিত্র কুরআন নাযিল করেছি যাতে তোমরা মোত্তাকি হতে পারো।’

রবিবার (১৬ মার্চ) দোয়ারাবাজার উপজেলা পরিষদ হলরুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর ডা. হারুন অর রশীদ'র সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন'র সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, সুনামগঞ্জ জেলা ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি ও দোয়ারা শিক্ষা ফাউন্ডেশন'র সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

এছাড়া বক্তব্য রাখেন দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক, উপজেলা এলজিইডি কর্মকর্তা আব্দুল হামিদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এমদাদুর রহমান, খেলাফত মজলিস দোয়ারাবাজার উপজেলার উপদেষ্টা মাওলানা জিয়া উদ্দিন, উপজেলা কৃষক দলের আহবায়ক ও ইউপি সদস্য এরশাদ রহমান, সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার মোস্তাফিজুর রহমান, উপজেলা ক্ষুদ্র প্রকল্প কর্মকর্তা সাহিনুর রহমান, উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের সিএ শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সিএ লাল মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হাসান মাহমুদ প্রমুখ।

মেসেঞ্জার/আশিস/তুষার