
ক্যাপশন : পটিয়ায় ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জায়গা পরিদর্শন করছেন স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগম -টিডিএম।
চট্টগ্রামের পটিয়ায় হরিণ খাইন আইডিয়াল স্কুলের পাশে ৫০০ শয্যা বিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল গড়ার উদ্যোগ নিয়েছে সরকার।
এজন্য প্রায় আড়াই বিঘা জমি অধিগ্রহণের প্রস্তাব পাঠানো হয় মন্ত্রণালয়ে। রবিবার (১৬ মার্চ) দুপুরে প্রস্তাবিত হাসপাতালের জায়গা সরেজমিনে পরিদর্শন করেন অন্তবতি সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।
এ সময় তিনি বলেন, স্বাস্থ্য সেবা পাওয়া জনগণের মৌলিক অধিকার। বর্তমান অন্তর্বতী সরকার জনগণের এ অধিকার নিশ্চিত করতে বদ্ধ পরিকর। তিনি আশা প্রকাশ করেন এ হাসপাতাল নির্মিত হলে দক্ষিণ চট্টগ্রামের হাজার হাজার মানুষের চিকিৎসা সেবা প্রাপ্তীর দিক থেকে আমূল পরিবর্তন আসবে।
এ সময় চট্টগ্রাম মহানগর জামাতের আমির শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ছাড়াও চট্টগ্রাম জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান,পটিয়া থানার ওসি আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নুর, পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি রবিউল হোসেন বাদশা, কুসুমপুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবরসহ বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে, উপদেষ্টা প্রস্তাবিত হাসপাতাল ভবন এলাকা সবাইকে নিয়ে ঘুরে দেখেন।
মেসেঞ্জার/রানা/তুষার