ঢাকা,  মঙ্গলবার
১৮ মার্চ ২০২৫

The Daily Messenger

বিলাইছড়ি ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি’র মনিটরিং ভিজিট

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৭, ১৭ মার্চ ২০২৫

বিলাইছড়ি ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি’র মনিটরিং ভিজিট

ছবি : মেসেঞ্জার

১ নং বিলাইছড়ি ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি (UDCC) কর্তৃক PRLC প্রকল্পের বিভিন্ন কার্যক্রম মনিটরিং ভিজিট করা হয়।

রবিবার (১৬ মার্চ) অংশীদারিত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা (PRLC) প্রকল্পের আওতায় এবং হিল ফ্লাওয়ার এনজিও’র আয়োজনে ধুপ্যাচর পাড়া সিএস-আইএফএম,এফএফএস এ এই মনিটরিং ভিজিট করা হয়।

এ সময় সদর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান ও UDCC এর সভাপতি সুনীল কান্তি দেওয়ান এর নেতৃত্বে হেডম্যান বিমলী চাকমা, পরিবার পরিকল্পনা পরিদর্শক শান্ত বাবু তঞ্চঙ্গ্যা, কার্বারী থুই প্রু মার্মা, দীঘলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি অসীম চাকমা প্রমূখ ইউডিসিসি সদস্যগণসহ অন্যান্য সদস্য ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এসময় প্রকল্প সমন্বয়কারী জ্যোতি বিকাশ চাকমা উপকারভোগীদের বিভিন্ন প্রদর্শনীর বিষয়ে বর্ণনা দেন। ভিজিটকালে কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহারের অংশ হিসেবে মুরগীর ডিম একশত ভাগ ফুটানোর জন্য ‘হাজল’ এর ব্যবহার, জৈব সার হিসেবে ভার্মিং কম্পোস্ট উৎপাদন, উন্নতভাবে মাশরুম উৎপাদন ইত্যাদি প্রদর্শনীগুলো পরিদর্শন করা হয়।

মেসেঞ্জার/অসীম/তুষার

আরো পড়ুন