ঢাকা,  মঙ্গলবার
১৮ মার্চ ২০২৫

The Daily Messenger

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে মা-বাবার মুখ উজ্জল করলেন লোহাগাড়ার সায়েম

রায়হান সিকদার, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৯, ১৭ মার্চ ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে মা-বাবার মুখ উজ্জল করলেন লোহাগাড়ার সায়েম

ছবি : মেসেঞ্জার

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কথা শুনলেই মনে আসে এক যুদ্ধের কথা, যেখানে লাখো লাখো শিক্ষার্থী এক প্রতিযোগিতার যুদ্ধে নেমে পড়ে কিছু সীমিত সংখ্যক আসনের বিপরীতে। এ বছর ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া তেমনই একজন লোহাগাড়ার মেধাবী ছেলে সোহাইলুল ইসলাম সায়েম।

সায়েমের বাড়ি লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ছগিরা পাড়া এলাকায়। তার পিতার নাম মো. শাহজাহান, মাতার নাম  রিজিয়া আকতার। তার পিতা স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত। মা একজন গৃহিনী।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।

সায়েম প্রথম জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন সেখানে ৯৬তম স্থান অর্জন করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জাতীয় মেধাতালিকায় ১২০তম স্থান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ২৫তম স্থান অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে।

তবে, তার অদম্য মেধায় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আগ্রহী। মেধার স্বাক্ষর রেখে তার বাবা-মায়ের মুখ উজ্জল করেছে, সমাজ ও এলাকার মুখ উজ্জল করেছে।

মেধাবী এ শিক্ষার্থী লোহাগাড়ার কৃতি সন্তান সোহাইলুল ইসলাম সায়েম তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি জানান, মহান আল্লাহর দরবারে লাখো কোটি শোকরিয়া জানাচ্ছি। অন্য দশটা স্বপ্নবিভোর শিক্ষার্থীর মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া আমারও অন্যতম এক স্বপ্ন ছিল।

বিশ্ববিদ্যালয় শব্দটা যেদিন প্রথম কানে আসে সেদিন থেকেই শুনতে শুরু করি ঢাবির গল্প। প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখি ৬ষ্ঠ শ্রেণিতে থাকাবস্থায়। আমার মা বাবা সবসময় আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন, সাহস দিয়েছেন। তিনটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলাম, আলহামদুলিল্লাহ। তিনটি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি জাতীয় মেধা তালিকায়। আমার স্বপ্ন ঢাবিতে। ঢাবিতে সুযোগ পেয়েছি। ঢাবিতে সুযোগ পাওয়ার অনুভূতিটা অন্যরকম।

তিনি আরো জানান, প্রত্যন্ত এলাকার গ্রাম থেকে দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়াটা বড় সৌভাগ্যের। আমার মা বাবার ইচ্ছাও ছিল ঢাবিতে পড়ব। আমার এ অর্জনে মা বাবা, শিক্ষক-শিক্ষিকাসহ সকলের কাছে চির কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ, আমি উচ্চশিক্ষা শেষে দেশসেবায় মনোযোগ দিতে চাই।

সোহাইলুল ইসলাম সায়েমের গর্বিত পিতা মোহাম্মদ শাহজাহান জানান, তিনটি বিশ্ববিদ্যালয়ে স্থান লাভ করায়, অল রাউন্ডার হিসেবে আমি সত্যিই অনেক খুশী। আমার ছেলে বাবা-মায়ের স্বপ্ন পূরণে বদ্ধ পরিকর। ছেলের স্বপ্ন ঢাবিতে ভর্তি হবে। সবাই আমার ছেলের জন্য দোআ করবেন। সে যেন মানুষের মত মানুষ হতে পারে।

উল্লেখ্য, সোহাইলুল ইসলাম সায়েম ২০২৪ সালে চট্টগ্রাম কলেজ থেকে জিপিএ-৫ অর্জন করে, ২০২২ সালে পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও চট্টগ্রামে মেধা তালিকায় কৃতিত্বের স্বাক্ষর রাখে, পিএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি এবং জেএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

মেসেঞ্জার/তুষার